Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

সেখ ওয়াসিম গুল



লক ডাউন সিনড্রোম 


উনুনে হাঁড়ি চড়েনি আজ দুদিন। 

যুবতী বউ ও এক বছরের ছোট ছেলে নিয়ে সংসারী; উঠো-বাসী সুধীনের সুদিন ফিরতে চাইছে না যেন আর। 

প্রতিবেশীদের কেউ কেউ কিছু সাহায্য করলেও তা কয়েক দিনেই লকডাউনের লকলকে আগ্রাসনে আবাসনের পাশের বস্তির সুখ স্বাচ্ছন্দ্য অচিরেই গিলে ফেলেছে এক রাক্ষুসে উল্লাসে।

লোকচক্ষুর আড়ালে একটা কাজ করে কিছু টাকা পাওয়ার আশায় মহাজনের কাছে এসে তার থেকে নানা রকম অসহায়তা ও অসুবিধার কথা শুনে খালি হাতে বিষন্ন বিমর্ষ হৃদয়ে ফেরার পথে নদীর ধারে নির্জন গাছতলায় বসলে, ঝুপ করে সন্ধ্যা নেমে চারপাশে অন্ধকারের ঘন কালো চাদর টেনে দেয় চোখের সামনে এক নিমেষে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement