১
যে স্মৃতি সুখের কাছে বাঁধা পরে আছে
আজীবন ঋণী থাকা যায় তার কাছে
২
আমি সেই অরণ্যের ধুলো
মেখে আছি মৃত্যুর বিষাদ মেশা
ছায়া মহিরুহ
নিস্কাম প্রেমের সুতো স্মৃতিহীন দৃষ্টির কিনারে
আমাকে দেখেছে কিনা তাও স্পষ্ট নয়
শুধু এক অনাহুত বর্শার ফলায়
বিদ্ধ হতে হতে অকস্মাৎ বোধ মুক্ত হলে
বৃক্ষের নিমগ্ন ধ্যান
আমাকে ছাইয়ের ন্যায় মেখে নেয় মুখে।
৩
বার বার তপস্যার অগ্নি নিভে যায়
জেগে ওঠে পঞ্চমুন্ডি আসনের
পন্নগ, শৃগাল
করোটির মদে মিশে শাপদের বিষ
গোপন পাপের গায় থুথু ছুড়ে দেয়।
৪
আমার আমার বলে আমার
আমার বলে হয় কিছু না
যা কিছু করেছিলে সোহাগের জলে স্থলে
জীবনের দিন যাপনে সুখের দেনা
থাকে কি সময় গেলে শরীরের ঘর দালানে
অতীতের ভাবনা জুড়ে কান্না চেনা
আমার আমার আমার বলে
জগতের হয় কিছু না
সময়ের অন্তরালে মানুষের হট্টগোলে
দুটো কান সজাগ রেখে শব্দ শোনা
ভাঙনের শব্দ শোনা
সকালের হাট বাজারে ছটা সাপ পুষলে মনে
বাকি সব হয় অচেনা
জগতের চিন্তা ভুলে নিজেতেই মগ্ন হলে
ওপারের পথ মেলে না
সময়ের রাত ফুরালে আলোর ওই অন্ধকারে
জীবনের শেষ চাওয়াতে মেলবে ডানা
পাখি তার মেলবে ডানা
আমার আমার বলে আমার
আমার বলে হয় কিছু না
৫
ধৃতরাষ্ট্র অন্ধ হলে
রাজ্য, জনতার
আমরা সবাই জানি
পরিনতি তার।
0 মন্তব্যসমূহ