অজানা পথিক
আজিকার দিনের শেষে
এলে কি নতুন বেশে
সবাইকে ভালোবেসে,
বলো আজ কাছে এসে
মনের কথা হেসে হেসে।
রাখিব তাহা অতি যতনে
মোর স্মরণে, মনের কোণে ।।
আজিকার দিনের শেষে
এলে কি নতুন বেশে
সবাইকে ভালোবেসে,
বলো আজ কাছে এসে
মনের কথা হেসে হেসে।
রাখিব তাহা অতি যতনে
মোর স্মরণে, মনের কোণে ।।
0 মন্তব্যসমূহ