Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

সেখ ওয়াসিম গুল


                  একুশে মাতৃভাষা


                   সেখ ওয়াসিম গুল 


এক ইতিহাস চোখের জলের, মনে রাখার, গর্বের

এক ইতিহাস বাংলা ভাষা জিইয়ে রাখার পর্বের

যুবকরা সাহসী, বুক চিতিয়ে লড়ে গেছে রাজপথে

বাংলার মাটি রক্তে ভিজেছে বন্দুক গুলি ঠেকাতে।


সেই দিনটা স্তম্ভিত বাঙালি স্মরণে রেখেছে আজও

বিশ্ব স্বীকৃত মাতৃভাষার দিন হোলো, পেলো তাজও।


একুশে ফেব্রুয়ারি, গর্জে ডাক ছাড়ি, বাংলা ভালোবাসি

আমরা বলি, বাংলায় লিখে বলি, গর্বিত মোরা বাংলাভাষী।


মেঘ সরে রোদ ঝলমল, ফেব্রুয়ারির একুশ, গৌরবে উজ্জ্বল 

রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেক জন।

দশ বারো ছাব্বিশ চল্লিশ নিহত আহত হতে পারে সংখ্যাটা আরো বেশি

প্রতি পরিবার কেঁদেছে সেদিন, কাঁদছে আজও কত প্রবাসী বাংলাদেশি।


হাহাকার নামা মায়ের হৃদয়, দুমড়ে মুছড়ে গেছে শুকিয়ে নিশ্চয়

কত ভালোবেসে ভাষার তাগিদে, প্রিয় প্রাণটা অবলিলে দিতে হয়?

সেই ভাষা, মাতৃভাষা, কত প্রত্যাশা, প্রথম বলা আধো আধো বুলি

সব ভুললেও মাতৃভাষা যায় না ভোলা, কত জিজ্ঞাসা বাহারি রঙ তুলি।


পাগোলেও ভোলেনা, আমরা কী; এত সহজে ভুলতে পারি?

বাঙালী তথা বিশ্বের কাছে, স্মরণীয় দিন, একুশে ফেব্রুয়ারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement