Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

সেখ ওয়াসিম গুল

 


*ভূমিকম্প*


লিখতে বসে প্রায়ই মনে হয় যেন হচ্ছে ভূমিকম্প

বিদ্যুৎ বেগে শঙ্কিত মনে ভয় মেশানো লম্পঝম্প। 

চেয়ার-টেবিল কলম শরীর আচমকা যেন ওঠে কেঁপে! 

সমস্ত সত্ত্বা দুলে দুমড়ে ফুলে ফুলে ওঠে ফেঁপে। 

অভ্যাসবশত সিলিংফ্যানের দিকে তাকাই; 

নড়ে চড়ে না

জলের গ্লাসের দিকে তাকাই; 

টলে পড়ে না

চেতনার আয়নাটাকেও জোরসে ঝাঁকাই। 

ভয় কাটে না। 

কবিতার ছন্দ কাটে, 

গানের সুর-তাল-লয়। 

এখনই কী এসে গেল 

এযুগের মহাপ্রলয়? 

সূর্য উঠে পূর্বেই আকাশ আলো আলোময়

এখনও আসেনি তবে প্রতিক্ষিত মহাপ্রলয়!

কিছু লক্ষণ, কিছু অনুমান, কিছু ঘটনায় চক্ষু লাফায়

তপ্ত ভূমি তপ্ত লাভায় ছারখার জ্বলে পুড়ে হতে চায়। 

থামছে না দেখো শেকল ছিঁড়ে অশ্লীল মজা পরকীয়ায়

রাক্ষস রূপী ক্ষুধার্ত আগুন আছে জেনো দীর্ঘ অপেক্ষায়। 

তবে ঘুম, নিশ্চিন্ত নিঝুম; মৃত্যুরই ক্ষীণ রূপ পায় 

ক্লান্ত মনে, ভয়াল স্বপ্নের, পরশ ছুঁয়ে রোজই যায় 

সাবধান হই, বসি নড়েচড়ে সোজা তাই

সত্য উদ্ভাসিত তবু তার সন্ধান চাই। 

দলিল দস্তাবেজ অথবা সদা জাগ্রত বিবেক

মৃত্যুর পর হবে হিসেব জীবনের এক অন্য রিমেক

অনেকে স্বার্থে অন্ধ সেজে ধরে অদ্ভূত ভেক

সরল সোজা পথ ছেড়ে তাই ভ্রান্তি ভুলে ভাবাবেগ

মুখ ফিরিয়ে দেখো যদি পিছে 

কেউ নেই কেউ নেই

শান্তি হারিয়ে বাঁকা পথে মিছে

ধ্বংস শুধু ধ্বংস হচ্ছেই।

সময় এখনও আছে বটে তবে সত্ত্বর নিজেকে শোধরান

খুঁজে বেছে নাও সোজা পথেই হবে সব সমস্যার সমাধান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement