যখন তোমার মুঠোয় ছিলাম
মটন রোলের মতো—
তখন তুমি চিবিয়ে খেতে
হোতাম ক্ষত ক্ষত!
এখন আমি দাঁড়িয়ে সোজা
শিরদাঁড়া টান টান—
আরষ্ট জিভে জল এলেও
খোলা রাখি চোখ-কান।
যখন তোমার মুঠোয় ছিলাম
মটন রোলের মতো—
তখন তুমি চিবিয়ে খেতে
হোতাম ক্ষত ক্ষত!
এখন আমি দাঁড়িয়ে সোজা
শিরদাঁড়া টান টান—
আরষ্ট জিভে জল এলেও
খোলা রাখি চোখ-কান।
0 মন্তব্যসমূহ