চলার পথে
এক বুক পুলকের নেই কোনো রং
পথিকের চরণে লেগে থাকে জং!
পথের দুটি আল মেলেনা তো হায়;
ভাগ্যের প্রতিঘাতে একা রয়ে যায়।
0 মন্তব্যসমূহ