চার লাইনের কাব্য খাতা
স্কুলের ড্রিল লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সূর্যের তাপটা খালি পেটে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ছিলাম।
কাকিমার বোনের মেয়েকে লাইন মারতে গিয়ে পয়সার খোটা শুনে আর কখনো মেয়েদের লাইন বা প্রেম নিবেদন করতে যাইনি।
রাতভোর জেগে করোনা ভ্যাক্সিনের লাইনে দাঁড়িয়ে মারামারি করে মাথা ফাটিয়ে টেড ভ্যাক নিয়ে করোনা ভ্যাক্সিন নেওয়া হয়নি।
কোলকাতার বেশ কিছু রাস্তায় ট্রাম লাইনগুলো ট্রামের স্মৃতি নিয়ে নিশুতি রাতে এখনো একা জেগে থাকে হয়তো কারো ফেরার অপেক্ষায়।
0 মন্তব্যসমূহ