আমার শহর সুপারম্যান
পাহাড় থেকে নেমে এসেছে ওমেয়ে
খাসি, মনিপুর, কিংবা নাগা, ভুটানি নিশ্চয় নয়
আমার শহরে ওএনেছে মেঘ ছেঁড়া হাসি
ফেলে এসেছে ভালোবাসা
পাহাড়ের ফাটা পাথরে।
শীতের হাওয়া ঘোরে
বিষাক্ত পেট্রলের বুক ঢাকা ধোঁয়ার চাদরে
এর মধ্যে কিছু দৌড়াদৌড়ি
কালচে রক্ত গড়ায় ট্রাম লাইনে
তিনটে মটর বাইক
চোখ রাঙিয়ে ভাঙে
নেশার সন্ধের কোলাহল।
মোবাইল মাটিতে কাঁদে
ভেজায় তাকে নীলবৃষ্টি
বাইকের দংশন থেকে
যে তার পাশে ব্যুহ তুলে
নিজের শরীরে নিল
লাঠি ও ছুরির বিষের ছোবল
সে তো এশহরই
কোণে দাঁড়ানো মাটিতে পা রাখা
এক সুপারম্যান।
পাহাড় ওকে মাড়িয়ে গেছে রোজ
অবজ্ঞায় পথের ধুলোর মতন
উস্কো চুল, ঠোঁটে গোলাপ পাপড়ি
পাথরে পাথর ঘষে
আজ পেট্রল গড়ায় ট্রাম লাইনে।
0 মন্তব্যসমূহ