Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

নটরাজ বাউল




সম্পাদকের কথা

    চলছে সময়! হাতে হাত বেঁধে চলছে ঘটনাক্রম! সিংহভাগই সুখদায়ক নয়।

"করোনা" মহামারীটি কেড়েছে বহু প্রিয়জনের প্রাণ। ভ্যাক্সিন এসেছে বাজারে, তাও থামেনি মৃত্যু মিছিল। স্বপ্ন দেখি করোনা-মুক্ত পৃথিবীর...

এক সুন্দর সকালে দেখা হবে তোমাতে আমাতে....!

    রোগ তো একটিই নয়! "অসহিষ্ণুতা" রোগের মহামারীতেও আক্রান্ত তোমার আমার পৃথিবী... ভুগছে প্রেমহীনতায়।

  "কাঁটাতার"-এর ওপারে নির্যাতিত কিছু মানুষ, "কাটাতার"-এর এপারেও নির্যাতিত কিছু মানুষ! যাদের পরিচয় শুধুই "সংখ্যালঘু"…!

কিন্তু কিসের ভিত্তিতে? না "ধর্মের ভিত্তি"-তে!

    আসলে কোনো ধর্মই সংখ্যালঘু নয়। সংখ্যালঘু হয়েছে "মানুষ", "মানবিকতা", "সহিষ্ণুতা" ও "সৌভাতৃত্ব"! এব্যাপারে এপার-ওপার বা কাঁটাতারের মধ্যে কোনোই বিভেদ নেই। নির্যাতিত ও ধর্ষিত হচ্ছে মানুষ, মানবিকতা, সহিষ্ণুতা...!

    প্রশ্ন একটাই আপনাদের চেতনার কাছে...

মানুষ শুধুই মানুষের পরিচয়ে নিরাপদে ও সম্মানে বাঁচতে পারে না???

   না হতাশা নয়! হয়তো চারপাশ এখনও নিকষ-কালো ধোঁয়ায় ঢাকা, আচ্ছন্ন মনুষ্যত্বের চেতনা...!

    তাও, আশা রাখি এক নতুন সূর্যোদয়ের, যেখানে মানুষ, শুধু মানুষের পরিচয় নিয়েই বুকে জড়িয়ে ধরবে অপরকে। "ধর্ম" ধারণ করে থাকবে "মানবিকতা" ও "প্রেম"...!

           আসুন না, স্বপ্ন দেখি...!



                                         নটরাজ বাউল

                            সদস্য - পরিসাজ সাহিত্য পরিবার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement