Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

মুসান্না হাবিব (বাংলাদেশ)


আগামিকালের প্রতীক্ষায় 


যদি আগামিকাল আসে,

টুথ পেস্টের ভেতর দিয়ে

বেরিয়ে আসবে লেপ্টানো সকাল

ব্রাশে ভরিয়ে তা দিয়ে মাজবো দাঁত।


যদি আগামিকাল আসে,

পাখিদের গান আর ফুলের ঘ্রাণ

পাওয়ার জন্যে হলেও 

প্রেমে পড়বো আরেকটিবার। 


যদি আগামিকাল আসে, 

বহু প্রতীক্ষার পরে

তৎকালে টিকিট কেটে

তোমাকে নিয়ে যাবো 

চান্দের গাড়ির দেশে।


যদি আগামিকাল আসে,

শিমুল পলাশের রাগে,

লিখবো কবিতা তোমার নামে

যা শুনে প্রকৃতিও পুলকিত হবে। 


যদি আগামিকাল আসে,

হাটবো দুজনে কলেজের পুকুরঘাট বেয়ে

পুরনো প্রেমিকের বেশে দাঁড়িয়ে থাকবো 

একটি বুলেট প্রুফ কবিতা নিয়ে।  


যদি আগামিকাল আসে,

তোমাকে হয়তো দেখতে পাবো

ডিভানে পপকর্ন আর কফি হাতে

আনমনে কথা বলছো 

কালোজামের মত কাকের সাথে।


যদি আগামিকাল আসে, 

ভিজবো গুড়িগুড়ি বৃষ্টিতে

শরীরের গন্ধে খুঁজবো অস্তিত্বের স্বাদ

প্রেমকে পুনর্মুদ্রণ করে সেঁটে দেবো নতুন প্রচ্ছদে।


যদি আগামিকাল আসে,

আবারও প্রতীক্ষার প্রহর শুরু হবে 

তাইতো তোমার আমার ভালোবাসা 

তুলে রাখবো আচারের বয়ামে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. যথার্থ শব্দচয়ন ও প্রকাশভঙ্গির মাধ্যমে অসাধারণভাবে আবেগ প্রকাশিত হয়েছে। ভাল লাগলো।

    উত্তরমুছুন

Ad Code

Responsive Advertisement