Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

সেখ ওয়াসিম গুল



রোজ রোজ নিত্য নতুন বিষয়ের সম্মুখীন হয়ে সাধারণ মানুষ এখন দিশাহারা। এই বিষয় গুলোর অধিকাংশই অপ্রীতিকর হওয়ার কারণে এই দিশেহারা দশা ঘুচতেও চাইছে না যেন এবং মানুষ তাল মেলাতে পারছে না আর কোনো মেলাতেও মন খুলে সামিল হতে পারছে না। যদিও তাল ফলের মরসুম সমাগত প্রায় তবুও তাল ঠুকে তাল বুকে তাল বুঝে নিয়ে প্রত্যেকের এখন বেতাল-পনা ভাব পরিলক্ষিত হচ্ছে। কী জানি বেতালের গল্প তো আমরা ছোটবেলায় শুনে মজা পেয়েছিলাম কিন্তু তার থেকেও (বেতাল ভার্সন এক্স নাম দেওয়া যেতে পারে) শিহরণ জাগানো হাড়হিম করা বাস্তবের আশাতীত গল্প আমরা শুনতে পাই ভন্ড মিডিয়ার (সব নয়, কোনো কোনো বা অধিকাংশ) কাছে। আমরা মনে হয় আস্তে আস্তে এসবের সঙ্গে মানিয়ে চলার মানসিকতাই পোষণের চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ আমরা নিথর পাথরের মত নির্জীব আর নির্বাক হয়ে পড়েছি।


না এভাবে চলা কোনোমতেই কাম্য নয় মনে হয়। হাজার বাধা-বিপত্তি ও বাধ্য-বাধকতা থাকলেও নিজের প্রতি, সংসারের প্রতি, সমাজের প্রতি ও দেশের প্রতি প্রতিটি মানুষেরই দায়বদ্ধতা তো আছে এবং থাকে। আশা করব আমরা ভবিষ্যতে কোন আলোর সন্ধানের সমূহ চেষ্টা চালাব এবং তা অর্জন করব। 


এবার একটা প্রশ্ন রেখে যাই আপনাদের কাছে; সাদা মনের ঈশাণ কোনের প্রশ্নটি হল---- "  'অধিকাংশ'ই কী সঠিক হয় বা 'অধিকাংশে'র মতামত কী সঠিক মত হয় এবং 'অধিকাংশ'ই যে পথে চলে সেটাই কী সঠিক পথ হয়?"


পরিসাজ এর এই ক্ষুদ্র সংস্করণ নিয়ে পরিসাজ তৃতীয় সংখ্যায় পৌঁছল। এই সংখ্যায় আমরা কেবল মাত্র চার লাইনের কবিতা ও অনুগল্প রাখার কথা ভাবলেও তিনটি মাঝারি মাপের কবিতাও স্থান পেয়েছে সর্বসম্মতিক্রমে। এটা একটা পরীক্ষামূলক সংখ্যা হলেও লেখাগুলো পড়ে পাঠকের ভালো লাগবে আশা রাখছি। ভুল ত্রুটি হলে জানাবেন সুপরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন, আমাদের পরিচালন কমিটির কাছে তা সাদরে গ্রহণ করা হবে আলোচনার মাধ্যমে।


পরিসাজ এর সকল লেখক ও লেখিকাবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। পরিসাজ এর সকল শুভানুধ্যায়ী ও প্রিয় পাঠক-পাঠিকাবর্গকে শুভেচ্ছা, শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকার আহ্বান করছি।


                     সেখ ওয়াসিম গুল

                    সম্পাদক ( পরিসাজ )

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. ভালো প্রচেষ্টা। পরিসাজের প্রচার, প্রসার ও দীর্ঘায়ু কামনা করি।

    উত্তরমুছুন

Ad Code

Responsive Advertisement