অতিথি চাঁদ
একটা নাম না জানা ধ্রুব সময়ের সামনে,
ঈশান কোণে সব হারানোর বেদনা জমে,
তারাখচিত রাতের আকাশে মেঘপুঞ্জ অপসৃত,
হঠাৎ জ্যোৎস্না নিয়ে চাঁদ কেমন হেসে উঠেছে।
অতিথি চাঁদ
একটা নাম না জানা ধ্রুব সময়ের সামনে,
ঈশান কোণে সব হারানোর বেদনা জমে,
তারাখচিত রাতের আকাশে মেঘপুঞ্জ অপসৃত,
হঠাৎ জ্যোৎস্না নিয়ে চাঁদ কেমন হেসে উঠেছে।
0 মন্তব্যসমূহ