জীবন
সে আজো ঠিক বোঝেনি
খাঁচা থেকে কেন উড়ে যায় পাখি !
ক্ষতবিক্ষত হতে হতেই ভাবে সারাক্ষণ
জীবনের সব ঋণ শোধ হয় নাকি !
0 মন্তব্যসমূহ