তোমার খোঁজে
মাথার ভেতরে বয়ে যায় সময়
সেখানে স্বপ্ন নিয়ে বসে তারকারাজি
নিশ্চুপ আমি
দাঁড়িয়ে রই রামধনু হাতে
একি! মোহময় ছায়াজীবন
নিস্তব্ধতা বিদীর্ণ হয় পাখির ডাকে
আপাদমস্তক তোলা থাকে প্রিয় পবিত্র শরীর
নীরবে অশ্রু ঝরে পড়ে
মায়ের স্নেহে সিক্ত হয় বালিশ
অস্থির এই দেহে তবুও ভালোবাসা জাগে ভীষণ
তোমার খোঁজে ক্রমশ হতে থাকি স্থানান্তরিত
প্রাপ্তির গুঞ্জনে চাই না হারাতে
যেখানে নেই কোন প্রেম
মৃত্যুর পরে।
পায়ে পায়ে ভালোবাসা যখন ফিরে আসে নির্দ্বিধায়
নিভৃতে ফিরে আসি তখন নিজের কাছে
অবরুদ্ধ মেঘের পরে ঝুঁকে পড়ি
লিখতে চাই, এক না লেখা কবিতা
হৃদয় প্রান্তরে আঁকি সহস্র আঁকিবুঁকি
সুপ্ত কোলাজে জন্ম নেয় এক কবিতা
জন্ম হয় এক কবিতা-সকাল।
0 মন্তব্যসমূহ