প্রথম
অন্ধকার মাখতে মাখতে শেষ পর্যন্ত
তোমাকে ছুঁয়ে ফেললাম
আনন্দ আলো তুমি
সূর্যর থেকেও আলোময়
আমার প্রথম জেগে ওঠা।
0 মন্তব্যসমূহ