খোকন সোনা
মাথায় মুকুট গলায় মালা,হাতে বালুর চুরি।
ফল নিয়েছে খোকন সোনা,ভর্তি ঝুড়ি ঝুড়ি।
টক বক বক,টক বক বক,
পক্ষীঘোড়ায় চড়ে।
খোকন সোনা ফিরে এলো
সারা দেশ বিদেশ ঘুরে।
এসেই বলে ক্ষিদে পেয়েছে মা,
খাবো তোমার কোলে।
খোকন সোনা
মাথায় মুকুট গলায় মালা,হাতে বালুর চুরি।
ফল নিয়েছে খোকন সোনা,ভর্তি ঝুড়ি ঝুড়ি।
টক বক বক,টক বক বক,
পক্ষীঘোড়ায় চড়ে।
খোকন সোনা ফিরে এলো
সারা দেশ বিদেশ ঘুরে।
এসেই বলে ক্ষিদে পেয়েছে মা,
খাবো তোমার কোলে।
0 মন্তব্যসমূহ