ধিক্কার
ট্রেন ধরার তাড়া, তবুও ভিড় দেখে চমকে উঠলাম।কাউন্টারের সামনে ভিক্ষে করতো যাত্রীদের কাছে, এক হাত এক পা ন্যাঙা পনেরো ষোলো বছরের এক যুবতী।
হাঁটতে পারতো না,পাছা ঘষে ঘষে গিয়ে হাতে পায়ে ধরে ভিক্ষে চাইতো। মানুষের ভিড় দেখে চোখ এক্বে বারে কপালে,গতকাল রাতে নির্মম ভাবে ধর্ষিতা হয়ে পড়ে আছে পাশের ঝোপে।
0 মন্তব্যসমূহ