আমার অশ্রু আমারে শুধায়,কি বা পেলে এ সংসারে,
কেহ তোমায় আপন করে, কেহবা রায় ছেড়ে।
যাওয়া-আসা খেলাঘর, তুমি অভিনেতা,
অভিনয়ের রঙ্গমঞ্চে, কেহ বক্তা কেহবা শ্রোতা।।
আমার অশ্রু আমারে শুধায়,কি বা পেলে এ সংসারে,
কেহ তোমায় আপন করে, কেহবা রায় ছেড়ে।
যাওয়া-আসা খেলাঘর, তুমি অভিনেতা,
অভিনয়ের রঙ্গমঞ্চে, কেহ বক্তা কেহবা শ্রোতা।।
0 মন্তব্যসমূহ